Books

You can get information of our published books.
Books
দেশ পিরিতি
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০১৯
পৃষ্ঠা : ৪৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ১৫০ টাকা

Buy Link

বই পরিচিতি:
আবহমান কাল থেকে ছড়া গণমানুষের যাপিত জীবনের কথা বলে এসেছে। পাশাপাশি তাদের শোষণের কথা, ভালোবাসার কথা,দ্রোহের কথা— এমনকি পাওয়া না পাওয়ার কথাও ছড়ায় উঠে এসেছে বিভিন্ন ফর্মে। সেই ধারা এখনো প্রবহমান। তবে কালের আবর্তে ছড়ার ঢঙে,বিষয়আশয়ে পরিবর্তন ঘটেছে। কখনো কখনো বদলেছে এর প্রেক্ষাপটও। দেশপিরিতি ছড়াগ্রন্থে হরষিত বালা সেই পরিবর্তিত ঢঙে ছড়া লিখেছেন। তাঁর ছড়ায় দেশ- মাটি-মানুষের কথা বিস্তৃত পরিসরে উঠে এসেছে। একই সঙ্গে তাঁর ছড়ায় সমকাল, সমকালের চালচিত্র, রাজনীতি, সত্যকে বিকৃতি করার ইতিহাসের নানা চিত্রও চমৎকারভাবে ব্যঙ্গবিদ্রূপের ভেতর দিয়ে প্রতিভাত হয়েছে। দেশপিরিতি ছড়াগ্রন্থের ৩৬টি ছড়া পাঠকের সামনে খুলে দেবে চিন্তার এক নতুন দিগন্ত্ যেখানে সে নিজের মতো করে ভাববে।
দেশপিরিতি ছড়াগ্রন্থ সাহিত্য পিপাসু পাঠকের ভাবনার ভূগোলকে বিসত্মৃত করবে।

লেখক পরিচিতি:
হরষিত বালা,জন্ম ১৩ কার্তিক ১৩৬৩ অভিনয়, আবৃত্তি শিল্পী, আলোচক, সুবক্তা, সংস্কৃতিকর্মী, নাট্যকার, নির্দেশক—তাঁর রয়েছে নানাবিধ পরিচয়। তবে সব পরিচয় ছাপিয়ে তিনি মানুষ গড়ার কারিগর। জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন শিক্ষকতায়। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, অসামপ্রদায়িক চিন্তাভাবনা আর মুক্তবুদ্ধির চর্চায় অবিচল বিশ্বাস তাঁর সৃজনশীল লেখালেখিতেও দীর্ঘ ছায়া ফেলেছে। ছড়ায় তিনি দারুণ পারদর্শী। বিশেষ করে সমকালীন রাজনীতি, সামাজিক বৈষম্য, সঙ্গতি অসঙ্গতির ওপর রয়েছে তাঁর তীক্ষ্ণ পর্যবেক্ষণ। আর এসব পর্যবেক্ষণ নিপুণ ভঙ্গিতে তিনি তুলে ধরেছেন তাঁর ছড়ায়। সাদাসিধে জীবনযাপনে বিশ্বাসী এই লেখক বিশ্বাস করেন মানুষ একদিন তাঁর স্বপ্নের চেয়ে দীর্ঘ হবে। সেই স্বপ্ন ছড়িয়ে দিতে এখনো তিনি অক্লান্ত্ম পরিশ্রম করে যাচ্ছেন।