Books

You can get information of our published books.
Books
গল্পের নদীতে খেয়াঘাট
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০১৯
পৃষ্ঠা : ৩০৪
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৫০০ টাকা

Buy Link

বই পরিচিতি:
স্বাধীনতা পরবর্তী কথাসাহিত্যে যার ধারাবাহিকতা অটুট থাকে। মূলত দেশভাগ পরবর্তী কথাসাহিত্যের ধারাবাহিকতায় গল্প নানাভাবে তার গতিপথ বদল করেছে। এ সময় দেশের কথাসাহিত্য এক নতুন মাত্রা বাঁক নিয়েছে। শক্তিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের হাত ধরে এদেশের গল্প বহুভাবে শাণিত হয়েছে। তাঁর গল্পে দেশভাগ থেকে শুরু করে নানা শ্রেণির মানুষের জীবনের আখ্যান বহু বর্ণিল ভাবে পরিস্ফুটিত হয়েছে। স্বাধীনতা সংগ্রাম,স্বাধিকার আন্দোলন,মুক্তবুদ্ধির চর্চা,শ্রেণি সংগ্রাম,বিচ্ছিন্ন দ্ধীপমালার অধিকার বঞ্চিত নারীপুরুষের সংগ্রাম মুখর বিচিত্র কাহিনিমালা বিশেষ করে নারী অধিকার আদায়ের চিত্র তিনি পাঠকের সামনে জীবন্ত করে তুলে ধরেছেন। তাঁর গল্পে এক ধরনের মোহ থাকে যা সাধারণ পাঠককে সহজেই দ্রবীভূত করে। সেলিনা হোসেনের গল্প পড়ে পাঠক মনে করে এ যেন তার জীবনেরই গল্প। গল্পের নদীতে খেয়াঘাট গ্রন্থে সেলিনা হোসেন পাঠকের সামনে হাজির করেছেন তাঁর অসাধারন বাইশটি গল্প। এসব গল্পে তারা খুঁজে পাবে বাংলাদেশকে।

লেখক পরিচিতি:
সেলিনা হোসেন জন্ম ১৪ জুন ১৯৪৭। পিতা এ কে মোশাররফ হোসেন এবং মাতা মরিয়মন্নেসা বকুল। শৈশব-কৈশোর কেটেছে মাটির মমতায়,প্রকৃতির কোলে। তিনি মনে করেন,এক চমৎকার সোনালি শৈশব ছিল তাঁর। করতোয়ার তীরের অবাধ প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করেছেন তিনি,তেমনি অবলোকন করেছেন গ্রামের মানুষ আর তাদের বিচিত্র জীবনযাত্রা। দেখেছেন দরিদ্র শিশুদের কষ্ট-যা তাঁর পরবর্তী জীবনে বিশেষত সাহিত্যচর্চায় ব্যাপক প্রভাব ফেলেছে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ছোটদের জন্যে তাঁর প্রথম উপন্যাস সাগর। এ পর্যন্ত অসংখ্য বই লিখেছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদক,স্বাধীনতা পদক,বাংলা একাডেমি পুরষ্কার,অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার,ফিলিপস পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর লেখা একাধিক ভাষায় অনূদিত হয়েছে এবং ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। তা ছাড়া তাঁর উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র।