Books

You can get information of our published books.
Books
বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ২৪০
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৪৫০ টাকা

Buy Link

বই পরিচিতি:
সাংবাদিকতার ক্ষেত্রে ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন এক কিংবদন্তির নাম। দেশভাগের পূর্ববর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত এদেশের নাগরিক সমাজের বুদ্ধিবৃত্তিকসহ নানা সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। বাঙালি সমাজের নানা ধরনের কুসংস্কার আর প্রতিবন্ধকতার বিরুদ্ধে নাসিরউদ্দীন সর্বদা সরব ছিলেন। নিজ হাতে গড়া ‘সওগাত’ পত্রিকার মাধ্যমে এদেশের পিছিয়ে পড়া মানুষের মধ্যে নবচেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামালের সঙ্গে ছিল তাঁর গভীর পরিচয়, সান্নিধ্য। তিনি তাঁদের লেখা ছাপিয়ে অন্দরমহলের পিছিয়ে পড়া নারীসমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন আলোর শিখা। নারীদের জন্য ‘বেগম পত্রিকা’ বের করে তিনি সে সময়ে আলোড়ন তৈরি করেছিলেন। স্বয়ং বিশ্বকবি তাঁর এই উদ্যোগে মুগ্ধ হয়েছিলেন। এছাড়া সমকালীন রাজনীতি, সামাজিক চেতনার বিকাশ সাধনে তাঁর সম্পাদিত পত্রিকাগুলাতে সেসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কাদের পলাশ ও মুহাম্মদ ফরিদ হাসান সম্পাদিত ‘বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন’ গ্রন্থে দেশের বিশিষ্ট লেখকদের তুলনামূলক বিশ্লেষণাত্মক লেখায় বাংলাদেশের সাংবাদিকতা জগতের উজ্জ্বল এই ব্যক্তিত্বের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে এসেছে। পাশাপাশি এ অঞ্চলের সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তিক জাগরণের ইতিহাস এবং দেশভাগের পূর্ব ও পরবর্তী সময়ে সংবাদপত্রসহ সমাজের নানা শ্রেণির মুক্তি সংগ্রামের চিত্রও উঠে এসেছে বইটিতে। নানা কারণে বইটি সংগ্রহে রাখার মতো।

লেখক পরিচিতি:
কাদের পলাশ
মূলত লেখক। সাপ্তাহিক শপথ পত্রিকা সম্পাদনাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে যুক্ত। গল্প ও কবিতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। মুহাম্মদ ফরিদ হাসান মূলত কবি ও গল্পকার। বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত সৃজনশীল লেখা লিখছেন।