Books

You can get information of our published books.
Books
কাঙ্ক্ষিত মৃত্যুর খসড়া
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ৮০
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ১৫০ টাকা

Buy Link

বই পরিচিতি:
‘কাঙ্ক্ষিত মৃত্যুর খসড়া’ উপন্যাসে তরুণ লেখক মারুফ রসূল পাঠককে এক নতুন ভূগোল, নতুন মানচিত্রের সন্ধান দিয়েছেন। বিশ্বাস-অবিশ্বাসের, প্রেম-দ্রোহ কিংবা ভালোবাসা- ঘৃণার এক অপূর্ব বয়ানের দলিল এই উপন্যাস।
কিন্তু, কেন মৃত্যুর খসড়া? কেন জীবনের নয়? কিংবা হলেও সে মৃত্যু কী করে কাঙ্ক্ষিত হয়?
মগজের কোষে কোষে নেমে আসা স্তব্ধতা, অপসৃয়মাণ মন ও বেহাত হয়ে যাওয়া ব্যক্তিগত অনুভূতির সবটুকু ছিন্ন খঞ্জনীর মতো সাজানো হয়েছে এই উপন্যাসে। পাঠকের মনে হতে পারে লেখকের এই প্রয়াস সম্পূর্ণরূপে ব্যর্থ অথবা একটি জীবনের যাবতীয় ব্যর্থতাকে এখানে মলাটবন্দি করা হয়েছে। প্রকৃত প্রস্তাবে মারুফ রসূল এখানে একটি প্রার্থিত মুত্যুকে রচনা করতে চেয়েছেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় মেলে ধরতে চেয়েছেন সেই কাঙ্ক্ষিত মৃত্যুর প্রেরণাকে।
উপন্যাসটি জীবনমুখী পাঠকের কাছে এক মৃত্যুমুখী লেখকের অসার্থক নিবেদন।
পাঞ্জেরী থেকে প্রকাশিত এই লেখকের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অন্যান্য বই: ‘মুহূর্ত থামো, তুমি সুন্দর’, ‘রক্ত কিংশুক’ এবং ‘আনন্দী’।

লেখক পরিচিতি:
মারুফ রসূল। জন্ম ১৯ ফাল্পন, ১৩৯৩: ৩ মার্চ, ১৯৮৭, ঢাকায়। ‘কাঙ্ক্ষিত মৃত্যুর খসড়া’ তাঁর দশম উপন্যাস। প্রাণবন্ত বেকার থাকাকে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি বলে বিশ্বাস করেন। লেখালেখিটাকেই সহায় সম্বল বলে জ্ঞান করেন।