Books

You can get information of our published books.
Books
দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ১৭৬
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৩২৫ টাকা

Buy Link

বই পরিচিতি:
মোজাফ্‌ফর হোসেন লিখিত ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’ সম্ভবত ডায়াসপোরা নিয়ে বাংলায় লেখা প্রথম গ্রন্থ। যদিও বিদেশে একাডেমিক পরিমণ্ডলে বহুল চর্চিত বিষয় ডায়াসপোরা সাহিত্য। বাংলাদেশে ইংরেজি সাহিত্যের শ্রেণিকক্ষেও বিষয়টি আলোচিত।
বর্তমান সময়কে বলা হচ্ছে ‘এজ অব ডায়াসপোরা’। বিশ্বে এখন প্রতিনিধিত্ব করছেন ডায়াসপোরা লেখকরা। তবে বৈশ্বিক আলোচনা ও তত্বে বাংলাদেশ গুরুত্ব পায়নি। বাংলাদেশে যাঁরা ইংরেজি ভাষার ডায়াসপোরা সাহিত্য নিয়ে প্রবন্ধ লিখেছেন তাঁদের রচনাতেও মূল কেন্দ্র হয়েছে ভারত অথবা ইউরোপ। বাংলাদেশে অবস্থানরত বিহারি বা উর্দুভাষী ভারতীয়দের সাহিত্য কিংবা ডায়াসপোরির দৃষ্টিকোণ থেকে দেশভাগের সাহিত্য নিয়ে উল্লেখযোগ্য কোনো কাজ চোখে পড়ে না। বর্তমান গ্রন্থে সেদিকে নজর দেয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠিও বাদ যায়নি।
গ্রন্থটি পাঠে পাঠকরা ডায়াসপোরা সাহিত্যের ইতিহাস, তত্ত্ব, সংকট ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।

লেখক পরিচিতি:
মোজাফ্ফর হোসেন
মূলত ছোটগল্পকার মোজাফ্ফর হোসেনের জন্ম মেহেরপুরে ১৯৮৬ সালে। সাহিত্যের তত্ত্ব, প্রকরণ ও শৈলী নিয়ে লেখালেখি করেছেন। পেয়েছেন আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮, এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার ২০১৭-সহ বেশ ক’টি পুরস্কার ও সম্মাননা।