Online Update

Keep in touch for online update.
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য রয়েছে অনলাইন আপডেট। ফেসবুক ফ্যানপেজ-এর কুইজে অংশগ্রহন করতে লগ-ইন কর facebook.com/Panjeree। কুইজে অংশগ্রহন করে প্রতি সপ্তাহে জিতে নাও আকর্ষনীয় পুরষ্কার।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবির) সি - ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল


 
প্রকাশের দু'দিনের মাথায় কারিগরী ক্রটির কারণে বাতিল করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় 'সি' ইউনিটের ফল।

প্রকাশিত ফলে ভর্তি পরীক্ষার মূল নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির নম্বর (স্কোর) যোগে কারিগরী ক্রটি থাকায় এ ফল বাতিল করা হয়।

'সি' ইউনিট পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আহসান উল্যাহ ফল বাতিলের বিষয়টি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন। সংশোধিত ফল রাতেই বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইট (www.cou.ac.bd) প্রকাশ করা হবে।
 

Related Updates