Online Update

Keep in touch for online update.
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য রয়েছে অনলাইন আপডেট। ফেসবুক ফ্যানপেজ-এর কুইজে অংশগ্রহন করতে লগ-ইন কর facebook.com/Panjeree। কুইজে অংশগ্রহন করে প্রতি সপ্তাহে জিতে নাও আকর্ষনীয় পুরষ্কার।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবির) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


 
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আ ক ম মোস্তফা জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন প্রধান অতিথির বক্তৃতা করেন ।

প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামসুদ্দীন বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনেও মনোনিবেশ করার আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রবিউল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নবাগত শিক্ষার্থীদের মধ্যে কৃষি অনুষদের নাইম হোসেন, সিএসই অনুষদের দীপ্ত কর্মকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন।
 

Related Updates