Online Update

Keep in touch for online update.
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য রয়েছে অনলাইন আপডেট। ফেসবুক ফ্যানপেজ-এর কুইজে অংশগ্রহন করতে লগ-ইন কর facebook.com/Panjeree। কুইজে অংশগ্রহন করে প্রতি সপ্তাহে জিতে নাও আকর্ষনীয় পুরষ্কার।

ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশেষ কোটার সাক্ষাৎকার ৯ ও ১০ জানুয়ারি

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কোটায় আবেদনকারীদের সাক্ষাৎ​কার ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

কোটা সমন্বয়কারী অধ্যাপক সাইদুর রহমান জানান, ৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের এবং ১০ জানুয়ারি উপজাতি/ ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী/হরিজন-দলীত জনগোষ্ঠী (অন্ত্যজ), শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও পোষ্য কোটায় আবেদনকারীদের সাক্ষাৎ​কার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সাক্ষাৎ​কার সকাল ১০টা থেকে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় কোটা সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের দিন আবেদনকারীদের স্ব স্ব কোটার সপক্ষে যাবতীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
 

Related Updates