Online Update

Keep in touch for online update.
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য রয়েছে অনলাইন আপডেট। ফেসবুক ফ্যানপেজ-এর কুইজে অংশগ্রহন করতে লগ-ইন কর facebook.com/mcqTEST। কুইজে অংশগ্রহন করে প্রতি সপ্তাহে জিতে নাও আকর্ষনীয় পুরষ্কার।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার ‘সি’ ইউনিটে ৬২০টি আসনের বিপরীতে ৫৬৬৮ জন ভর্তিচ্ছু প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩৪ হাজার ৬৮৮ জন আবেদনকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩১ হাজার ৮৭৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘সি’ ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটের (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত সময়সূচী অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবির 'গ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১৯৪ জন। পাসের হার ১৭ দশমিক ৫৬ শতাংশ।

রোববার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

'গ' ইউনিটের এক হাজার ৯৭০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৪৩ হাজার ২৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে গত ১৬ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশ নেন ৪০ হাজার ৯৫৬ জন।

ভর্তিচ্ছুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে http://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Ga<>Roll লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ

এসএসসি-এইচএসসি পরীক্ষায় নতুন যে নিয়ম আসছে

০৭ অক্টোবর বুধবার শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত সভায় এসব বিষয় সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তকর্তা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পরীক্ষার আগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমন সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

০৭ অক্টোবর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে ১০ নম্বর কমিয়ে দেয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক পরীক্ষা পদ্ধতির সংস্কার বিষয়ক ওই সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০১৬ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষার আগে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

যদিও এর আগের সব পাবলিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষা শুরুতে সম্পন্ন হওয়ার পর এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসিতে এমসিকিউ পরীক্ষার মোট নম্বর থেকে ১০ নম্বর কমিয়ে দেওয়া হবে। তার ফলে বর্তমানে যেসব বিষয়ে ৪০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয় সেসব বিষয়ে ৩০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে।

আর যেসব বিষয়ে ৩৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হয়, সেসব বিষয়ে ২৫ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষায় এমসিকিউ প্রশ্নপত্রে হ্রাসকৃত ১০ নম্বর সৃজনশীল প্রশ্নপত্রে যুক্ত হবে।

সভায় জেএসসি, এসএসসি ও এইচএসসি তিনটি পরীক্ষাতেই দিনের সংখ্যা ও সময়সীমা কমানোর বিষয়ে আলোচনা হয়। এজন্য জেএসসি ও এসএসসিতে মৌলিক বিষয়গুলোর পাবলিক পরীক্ষার ব্যবস্থা করা ও অন্য বিষয়গুলোর স্কুলভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রচলিত পরীক্ষা পদ্ধতির ত্রুটিবিচ্যুতি পরিহার করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় বৃদ্ধি ও প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করার জন্য আরও উন্নত পরীক্ষা পদ্ধতি খুঁজে বের করার প্রয়োজন রয়েছে। পরীক্ষার্থীদের মানের পরিমাপক হিসেবে যথার্থ পরীক্ষা পদ্ধতি খুঁজে বের করার উপরও গুরুত্ব আরোপ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষা পদ্ধতি সংস্কারের এ আলোচনা একেবারেই প্রাথমিক ও ‘ব্রেনস্ট্রমিং’ পর্যায়ে রয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা, সেমিনার, কর্মশালার আয়োজনসহ সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার স্বার্থে প্রশ্নপত্র মুদ্রণ ও প্যাকেটজাতকরণের জন্য বিজিপ্রেসকে সম্পূর্ণভাবে অটোমোশনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজি প্রেসকে পুরোপুরি অটোমোশন করা হলে প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে মানুষের কোনো প্রকার স্পর্শ ছাড়াই প্রশ্নপত্র ছাপানো ও প্যাকেটজাতকরণ সম্ভব হবে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান, রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধান ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Source: bdnews24online.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিস্তারিত তথ্য

জবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর থেকে হবে এবং ১৩ নভেম্বর শেষ হবে। এবার ভর্তিচ্ছুরা ২৯ আগস্ট দুপুর ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে আবেদন এর সুযোগ পায়।

এবার ২ হাজার ৭৬০ আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫,৭৯ জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬৭ জন পরীক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ বিশেষ পরীক্ষার সংশোধিত সময়সূচী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষার সংশোধিত সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশিত হয়েছে। পূর্বে প্রকাশিত সময়সূচী অনুসারে তত্ত্বীয় বিষয়সমূহের পরীক্ষা ১৯/০৯/২০১৫ তারিখ শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দিনের দিনের পরিক্ষার তারিখ পিছিয়ে ০২/১১/২০১৫ করায় ২২/০৯/২০১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এই বিশেষ পরীক্ষা। এদিকে প্রতিটি পরীক্ষা বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ০৬ অক্টোবর থেকে বাকি পরিক্ষাগুলো দুপুর ১ টায় শুরু হবে।

JDC Exam Routine 2015

অনুমোদিত বেসরকারী মেডিকেলে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

অনুমোদিত বেসরকারী মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ বা ইউনিট-এ এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩০ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর এর ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

JSC পরীক্ষার প্রস্তুতির জন্য টেস্ট পেপারস

জেএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরণ ও সেরা স্কুলের মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন, এই বিষয়টিকে বিবেচনা করে আমরা প্রকাশ করেছি JSC টেস্ট পেপারস। এ বইটিতে সেরা স্কুলের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের পাশাপাশি বোর্ড পরীক্ষার প্রশ্ন ও মাস্টার ট্রেইনার স্যারদের প্রণীত সাজেশনও পাওয়া যাবে।

ডিগ্রির ফল প্রকাশ, পাস ৭১.৪৯ %

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। আজ রাত আটটার পর পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে নির্ধারিত পদ্ধতিতে খুদে বার্তার মাধ্যমেও ফল জানা যাবে।

এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন। এ ছাড়াও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। একই সঙ্গে ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশ করা হয়। এ বছর ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.nu.edu.bd) ও www.nubd.info ফল জানা যাবে। এ ছাড়াও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও পরীক্ষার ফলাফল ঘরে পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Source: Prothom-Alo

ডিগ্রি (পাস) পরীক্ষার ফল প্রকাশ কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল আগামীকাল সোমবার রাত আটটায় প্রকাশিত হবে। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর দেশের এক হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ নেয়। ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. nu. edu. bd) ও www. nubd. info ফল জানা যাবে। এ ছাড়াও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও পরীক্ষার ফলাফল ঘরে পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

Source: Prothom-Alo

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে পাসের হার ৫৮ দশমিক চার শতাংশ। আজ রোববার ( সেপ্টেম্বর ২০, ২০১৫ ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ৭৫ আর সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০। সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৩১৬২ টি, সরকারি ডেন্টালে ৫৩২ টি, বেসরকারি মেডিকেল কলেজে ৬০০০ ও বেসরকারি ডেন্টালে ১৩৫৫ টি। এদিকে, আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশের আগে থেকেই পরীক্ষার্থীরা টেলিটক মোবাইল নম্বরে খুদেবার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাচ্ছেন। ওই বার্তাতেই কে কোন্ মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন তাও জানানো হচ্ছে।

Source: Prothom-Alo

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তির বিস্তারিত তথ্য

অন্যান্য সকল কোর্স এর ভর্তি কার্যক্রমের মত এবার প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা ছাড়াই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঘোষণা অনুযায়ী এবার এসএসসি ও এইচএসসি এর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ১ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণ করেছে৷ শিক্ষার মানন্নোয়নে ২০১৮ সালের মধ্যভাগ হতে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে৷ এরই প্রেক্ষিতে এসএসসি ও এইচএসসি এর জিপিএ এর ভিত্তিতে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি নিচে তুলে দেওয়া হলোঃ

খুলনা বিশ্ববিদ্যালয় এর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তির বিস্তারিত তথ্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর রবিবার থেকে। প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে। এই আবেদন করা যাবে ৩০ অক্টোবর পর্যন্ত। । এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর থেকে শুরু হবে, পরীক্ষা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সংগঠন অটই’র স্ট্যান্ডিং কমিটির ২৪৪তম সভায় এই সম্ভাব্য তারিখগুলো নির্ধারণ করা হয়।

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সময়সূচী:

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। প্রকাশিত সময়সূচী অনুসারে এই পরীক্ষা আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিনের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। আগের বছরের মতো এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার ফি ও এবারো ৬০ টাকা ধার্য করা হয়েছে।

JSC Exam Routine 2015

Exam Routine of (JSC) Junior School Certificate all educational board is start from November. JSC mean Junior School Certificate. Secondary and Higher secondary education managed by eight education board all over the country. This is a public exam, so large number of students participates in this exam and this is also last public exam in Bangladesh.

HSC/Alim Result-2015 on 9th August

The result of HSC and equivalent examinations will be publish on 9th August this year. Education minister Md. Nurul Islam Nahid mention the date as probable result publishing date while he was talking with a daily newspaper.

Source: Samakal