Books

You can get information of our published books.
Books
প্রাথমিক মডেল টেস্ট পেপারস পঞ্চম শ্রেণি (সুপার সাজেশোনসহ মডেল প্রশ্নপত্র)
শ্রেণি : পঞ্চম
সংস্করণ : ২০২৫
পৃষ্ঠা : ৭০৪
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৪২৫ টাকা

Buy Link

বইটির বৈশিষ্ট্য:

প্রান্তিক মূল্যায়নে শিক্ষার্থীদের ৬টি বিষয়ে মোট ৬০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। বছরের বাকি সময়টুকু বিবেচনায় রেখে এ বইটিতে প্রতিটি বিষয়ের সিলেবাস অনুসারে পর্যাপ্তসংখ্যকনুশীলনের বিষয়বস্তু দেওয়া হয়েছে। চূড়ান্ত মূল্যায়নে A+ গ্রেড পাওয়ার জন্য এই একটি বইই যথেষ্ট।

DPE প্রদত্ত প্রশ্নকাঠামো অনুসরণে ইতোমধ্যে সারাদেশে অনুষ্টিত প্রথম প্রান্তিক মূল্যায়নের অঞ্চল বা ক্লাস্টারভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়েছে বইটিতে। দ্বিতীয় ও তৃতীয় প্রন্তিক মুল্যায়ন প্রস্তুতির স্বচ্ছ ধারণা পেতে শিক্ষার্থীদের সহায়ক হবে এসব প্রশ্নপত্র।

প্রান্তিক মূল্যায়ন ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ উত্ততর নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিষয়ে প্রশ্নের ধরনভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে। এছাড়া দ্রুত রিভিশনের সুবিধার্থে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর নম্বর উল্লেখ করে সুপার সাজেশন দেওয়া হয়েছে।

প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রথম প্রান্তিক পরীক্ষার ক্লাস্টারভিত্তিক প্রশ্নের ধরন বিশ্লেষণ করে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্ট দেওয়া হয়েছে বইটিতে। প্রতিটি বিষয়ে দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক্ক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী আলাদা আলাদা মডেল প্রশ্নপত্র দেওয়৬য়া হয়েছে এখানে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বিশেষ প্রস্তুতির জন্য প্রযোজ্য বিষয়সমূহের ওপর সাজেশনভিত্তিক অনুশীলন অংশ দেওয়া হয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত ২০২২ সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র এবং ইতোমধ্যে অনুষ্ঠিত প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সম্ভব্যসব ধরনের প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ অংশটি।