Books

You can get information of our published books.
Books
পরেশের বউ
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ৮৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ১৬৫ টাকা

Buy Link

বই পরিচিতি:
‘পরেশের বউ’ অতিপ্রাকৃত উপন্যাসের আড়ালে এক ভ্রমণ যাত্রা। প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ও লেখক ধ্রুব এষ এই ভ্রমণযাত্রায় পাঠকের মগজে চালান করে দেন কিছু দৃশ্যপট- যা তাঁর মধ্যে তৈরি করবে এক ঘোরের, এক বিস্ময়ের।
‘পরেশের বউ’, ধ্রুব এষ— মলাটের এটুকু তথ্য ভুলে গিয়ে আপনি উপন্যাসটি পড়তে শুরু করলে আবিষ্কার করবেন একটা গোটা শতাব্দী বাদুরের মতো উলটো হয়ে ঝুলে আছে বুড়ো বটগাছে এবং সেই বটগাছকে কেন্দ্র করে রচিত হচ্ছে কিছু দৃশ্যকল্প। জননন্দিত সাহিত্যিক ও শিল্পী ধ্রুব এষ একটি মিথের নাম। এই মিথ এতটাই শক্তিশালী যে, তিনি আমাদের প্ররোচিত করেন ভাবনার চেনা পথে ধ্রুব এষকে খুঁজে বের করতে। কিন্তু ধ্রুব এষ লুকিয়ে থাকেন অন্যখানে— বস্তুত তিনি গোপনে বহন করে চলেন শিল্পের কৌমার্য এবং কী আশ্চর্য কমার্স করপোরেশনের এই চালিয়াতি যুগেও সেটি অক্ষত! ‘পরেশের বউ’ ধ্রুব এষের সেই অক্ষত কৌমার্যের স্মারক, যা শিল্পের সহচর হলেও সহোদর নয়। ফলে অতিপ্রাকৃত উপন্যাসের প্রথাগত কাঠামো ভেঙে পড়ে এবং পরেশের সঙ্গে আমরা ভ্রমণ করি বেটপ নিভারাণীর না-বুঝের জগৎ থেকে প্রতিমাসম শিবানীর অবুঝের জগৎ পর্যন্ত ।
পাঞ্জেরী থেকে প্রকাশিত এই লেখকের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অন্যান্য বই: ‘নাটাই এবং ঞ’, ‘কু ঝিক ঝিক’ এবং ‘সারি’।

লেখক পরিচিতি:
জন্ম ১৯৬৭, সুনামগঞ্জ। বাংলাদেশের প্রচ্ছদ শিল্পের একচ্ছত্র অধিপতি বলা যায় তাঁকে। লেখালেখিও করছেন সমানতালে। লিখছেন সব বয়সি পাঠকের জন্য। প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০।