Books

You can get information of our published books.
Books
বার্ট্রান্ড রাসেল দর্শনের সমস্যা
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ১৩৬
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ২৫০ টাকা

Buy Link

বই পরিচিতি:
বদিউর রহমান অনূদিত ‘বার্ট্রান্ড রাসেল, দর্শনের সমস্যা’ যুক্তির নিরিখে দর্শনের অনেক অজানার সন্ধান। দর্শনের দুরূহ প্রশ্নের সহজ বিশ্লেষণ এবং যুক্তির সহজতর বিন্যাস পাঠককে অনায়াসে পৌঁছে দেয় দর্শনের গভীরতর অন্বেষায়।
বার্ট্রান্ড রাসেলের প্রশ্ন, ‘এই পৃথিবীতে এমন কি কোনো জ্ঞান আছে, যা নিয়ে কোনো সচেতন মানুষ সংশয় প্রকাশ করতে পারে না?’ আপাতদৃষ্টিতে প্রশ্নটি খুব সহজ মনে হলেও অনেক কঠিন প্রশ্নের মধ্যে এটি একটি।
কঠিন কিংবা জটিল যা-ই বলা হোক না কেন এই বইয়ে যেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে সবই দর্শনকেন্দ্রিক। বার্ট্রান্ড রাসেল অত্যন্ত সহজ-সরল ও সাবলীল ভঙ্গিতে এইসব কঠিন আর জটিল প্রশ্নের উত্তর তুলে ধরেছেন পাঠকের সামনে। পাঠক তা পাঠে যেমন তৃপ্ত হবেন, তেমনি আগ্রহী ও উৎসাহী হয়ে উঠবেন দর্শনের গভীরতা সন্ধানে।
‘বার্ট্রান্ড রাসেল, দর্শনের সমস্যা’ অনুবাদ গ্রন্থে সহজ-সরল ভাষায় দর্শনের দশদিক উন্মোচিত হয়েছে। গ্রন্থটি পাঠ করলে পাঠক সহজেই দর্শনের অনেক জটিল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পাঞ্জেরী থেকে প্রকাশিত বদিউর রহমানের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অন্যান্য বই: ‘সোমেন চন্দ গল্পসমগ্র’।

লেখক পরিচিতি:
জন্ম ১৯৪৭, বরিশাল। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর বদিউর রহমান ১৯৭১-এ চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সাহিত্যে স্বীকৃতি হিসেবে পেয়েছেন অশ্বিনীকুমার দত্ত সাহিত্য পুরস্কার, শেরে বাংলা জাতীয় পুরস্কার।