Books

You can get information of our published books.
Books
উপন্যাস ত্রয়ী
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ৪৪৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৭৫০ টাকা

Buy Link

বই পরিচিতি:
বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের ‘উপন্যাস ত্রয়ী’তে মলাটবদ্ধ ‘কানাগলির মানুষেরা’, ‘আজগুবি রাত’ এবং ‘তিন পর্বের জীবন’। তিন উপন্যাসের বিস্তৃত ক্যানভাসে উঠে এসেছে মানুষ, সমকাল, আর আমাদের দেখা না দেখার বিশাল পরিমণ্ডল যা পাঠককে মুগ্ধ করবে। ‘উপন্যাস ত্রয়ী’র প্রথম উপন্যাসটি পড়তে শুরু করলে কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের সাহিত্যের বৈঠকখানা থেকে বেরিয়ে এসে আমরা মূলত একা হয়ে যাই। কানাগলির মানুষেরা তখন আমাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটেন।
‘আজগুবি রাত’ থেকে উৎসারিত একটি ভেসে আসা কাটা হাত তার করতলের মেহেদি আমাদের দাম্ভিক সভ্যতাকে এনে দাঁড় করায় এক মেধাবী যন্ত্রণার সামনে এবং আমরা উপলব্ধি করি সৌন্দর্যের সারাৎসার ছড়িয়ে পড়েছে নাজিমুদ্দীন রোডে, শাহীনের মুখের ল্যান্ডস্কেপে।
‘তিন পর্বের জীবন’ আসলে লেখকের অন্তর্যাতনা— যা সম্পূর্ণ নিঃসম্বল ও একাকী কোনো ছত্রীসেনার মতো আমাদের চিন্তার বিন্যাসকে বদলে দেয়। ‘কানাগলির মানুষেরা’ ও ‘আজগুবি রাত’ – এই দুয়ের মাঝে ‘তিন পর্বের জীবন’ আসলে ব্রিজ নয়; বরং ক্র্যাক— যার মধ্য দিয়ে ঢুকে পড়ছে বিপন্নতার অর্কেস্ট্রা, মায়ার দর্পণ আর ভাষাবিহারের যন্ত্রণা। পাঠক এই উপন্যাসত্রয়ী’র মধ্যে খুঁজে পাবেন নিজেকে। খুঁজে পাবেন তাঁর চারপাশকেও।
পাঞ্জেরী থেকে প্রকাশিত এই লেখকের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অন্যান্য বই: ‘আমাদের সাহিত্যে মুক্তিযুদ্ধ ও অন্যান্য প্রবন্ধ’।

লেখক পরিচিতি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, শিল্পকলার প্রাজ্ঞ প্রাবন্ধিক, সমাজনিষ্ঠ কলামলেখক কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম ১৮ জানুয়ারি ১৯৫১, সিলেট। সাহিত্যে সার্বিক অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬), একুশে পদক (২০১৮)-সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।