Books

You can get information of our published books.
Books
রসিক নজরুল
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ১০৪
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ১৭৫ টাকা

Buy Link

বই পরিচিতি:
‘রসিক নজরুল’ বইতে উঠে এসেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানা রসবোধ। তিনি জীবনকে জটিল না করে রসবোধের মাধ্যমে উপভোগ করতে পছন্দ করতেন। এ বইতে মূলত তাঁর সেই পরিচয়টিই ফুটে উঠেছে যা পাঠকদের কৌতূহল মেটাবে।
সংসারের নানা দুঃখ-কষ্টের মধ্যে জন্ম নেয়া সেই দুখু মিয়াই একদিন অনেক বড়ো কবি হয়েছিলেন। দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল তাঁর খ্যাতি। কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও দার্শনিক।
একই সঙ্গে তিনি ছিলেন অসম্ভব রসিকজনও। তাঁর লেখার পরতে পরতে ছড়িয়ে আছে নানা রসবোধ। ব্যক্তিগত জীবনেও নজরুল ছিলেন দারুণ ফুর্তিবাজ। তাপস রায় রচিত ‘রসিক নজরুল’ বইয়ে নজরুলের রসিক সত্তার নানান গল্প উঠে এসেছে। ব্যক্তিজীবনের নানান চড়াই-উৎরাইয়ের মধ্যেও রসবোধ মানুষের ভেতর নতুন করে প্রাণের সঞ্চার করে- এ বইয়ের পাতায় পাতায় সে কথাই পরিস্ফুটিত হয়েছে।

লেখক পরিচিতি:
তাপস রায়
পেশাগত জীবনে সাংবাদিক তাপস রায়। তবে লেখালেখি তাঁর নেশাগত জীবনের অংশ। প্রকাশিত হয়েছে রম্যগদ্য, কিশোর উপন্যাস এবং ক্যারিয়ার বিষয়ক কয়েকটি বই। লিখেছেন টেলিভিশন নাটকও। ‘এই বেশ আতঙ্কে আছি’ রম্যগদ্যের বইটির জন্য পেয়েছেন ‘কলি ও কলম তরুণ কবি ও লেখক পুরষ্কার-২০১৭’।