Books

You can get information of our published books.
Books
আকাশ আমায় ভরলো আলোয়
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ৩৫০
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৬৩০ টাকা

Buy Link

বই পরিচিতি:
‘আকাশ আমায় ভরলো আলোয়’ গ্রন্থে অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের বয়ানে মলাটবদ্ধ হয়েছে দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী বিভিন্ন সময়ের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অনেক অকথিত গুরুত্বপূর্ণ অধ্যায়।
সৈয়দ হাসান ইমাম বাংলাদেশের শিল্প, চলচ্চিত্র এবং রাজনৈতিক আন্দোলনের এক অন্যতম পথিকৃৎ। তাঁর জীবন ও কর্মের সঙ্গে জড়িয়ে আছে অবিভক্ত ভারতবর্ষের রাজনীতি, সাতচল্লিশের দেশভাগ, একষট্টির রবীন্দ্র জন্মশতবর্ষ, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের মহাদুর্যোগে আক্রান্ত বাংলার মানুষের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।
তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক। স্বাধীনতা-উত্তর সময় থেকে মঞ্চনাটক, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রশিল্পের প্রতিটি আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটির আন্দোলনে তিনি অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেছেন।
তাঁর দীর্ঘ কর্মমুখর জীবনের টুকরো টুকরো অনেক ঘটনা উঠে এসেছে ‘আকাশ আমায় ভরলো আলোয়’ গ্রন্থে। জীবনীগ্রন্থের পোশাকি নামকে ছাপিয়ে বইটি হয়ে উঠেছে একটি সময়ের দলিল, ইতিহাসের আকর – আজ ও আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল।

লেখক পরিচিতি:
সৈয়দ হাসান ইমাম
বাংলাদেশের সর্বোচ্চ সম্মান একুশে পদক ছাড়াও অভিনয় ও নির্মাতা হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারপ্রাপ্ত সৈয়দ হাসান ইমাম বাংলাদেশের শিল্প, চলচ্চিত্র এবং রাজনৈতিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নাম।