Books

You can get information of our published books.
Books
নাই নাই ভয় হবে হবে জয়
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ২৮৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ৫৪০ টাকা

Buy Link

বই পরিচিতি:
লেখক ও বহুমাত্রিক গবেষক আতিউর রহমানের ‘নাই নাই ভয় হবে হবে জয়’ বইতে বড়ো পরিসরে প্রতিভাত হয়েছে বঙ্গবন্ধু, বাঙালি আর লাল সবুজের বাংলাদেশ। এ বইয়ের শিক্ষা চিন্তা, সমাজ ও সংস্কৃতি, রবীন্দ্রভাবনা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, শেখ হাসিনা ও বাংলাদেশের অগ্রযাত্রা, তাঁরা আমাদের ভরসার বাতিঘর এবং তারুণ্য ও আগামীর বাংলাদেশ – শিরোনামের সাতটি পর্বের বহুমাত্রিক বিশ্লেষণধর্মী লেখার পরতে পরতে উঠে এসেছে বাঙালির সংস্কৃতি, মেধা মনন, সাহিত্য, বঙ্গবন্ধু, বাংলাদেশ আর আমাদের মহান মুক্তিযুদ্ধের বিস্তৃত আখ্যান।
বাঙালি তার অন্তর্জগতে অনেক মনীষীকে ধারণ করে। তবে সবকিছু ছাপিয়ে বাঙালির সমাজ, সংস্কৃতি ও রাজনীতির দুই প্রাণপুরুষ যে রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বাধীনতার মহানায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমান তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটি লেখার মধ্য দিয়ে লেখক সম্ভাবনাময় এক বাংলাদেশের চিত্র আঁকবার প্রয়াস পেয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেকটি লেখায় চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে কঠিন কঠিন বিষয়গুলোর প্রাঞ্জল উপস্থাপন করেছেন, যা বইটির বাড়তি আকর্ষণ।

লেখক পরিচিতি:
আতিউর রহমান
বাংলা একাডেমি পুরষ্কারসহ বহু আন্তর্জাতিক পুরষ্কার বিজয়ী আতিউর রহমানের জন্ম ১৩ ডিসেম্বর ১৯৫৩ সালে জামালপুরের এক কৃষক পরিবারে। মুত্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, সংস্কৃতি ও রবীন্দ্র বিষয়ক বহুমাত্রিক লেখালেখির জন্য সুধী মহলে সুপরিচিত। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৬টি। বর্ণময় কর্মজীবনে অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে ব্যস্ত ছিলেন নানা উদ্ভাবনী-কল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রচলনে।