Books

You can get information of our published books.
Books
শেখ মুজিবুর রহমান কিশোর জীবনী
শ্রেণি : সৃজনশীল
সংস্করণ : ২০২০
পৃষ্ঠা : ১৬৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP): ২০০ টাকা

Buy Link

বই পরিচিতি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খোকা নামেই যাঁর পারিবারিক পরিচিতি। বাঙালির অধিকার আদায়ে হাসি মুখে জীবনকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু মানে লাল-সবুজের বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
‘শেখ মুজিবুর রহমান কিশোর জীবনী’ গ্রন্থের পাতায় পাতায় উঠে এসেছে টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাঁর বর্ণাঢ্য জীবন। কী অসম্ভব প্রাণ-প্রাচুর্যে ভরা এই মানুষটির জীবন! গ্রন্থটি না পড়লে বোঝা যাবে না। গল্পের মতো করে লেখক ইশতিয়াক আলম ইতিহাসের নানা অনালোকিত অধ্যায়ের প্রতি দৃষ্টি রেখে, বস্তুনিষ্ঠ তথ্যের উপর ভিত্তি করে কিশোরদের উপযোগী করে লিখেছেন এই গ্রন্থটি। গ্রন্থটি পড়তে পড়তে পাঠকের চোখের সামনে নানা মাত্রায় নানা আলোয় উদ্ভাসিত হবেন বঙ্গবন্ধু।
‘শেখ মুজিবুর রহমান কিশোর জীবনী’ গ্রন্থটিতে সাবলীল ভাষায় বর্ণিত হয়েছে বাঙালি জাতির অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধুর জীবনের অনেক অজানা তথ্য। গ্রন্থটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের কিছু দুষ্পাপ্য ছবি রয়েছে যা গ্রন্থটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার জন্য অবশ্যপাঠ্য এই সুলিখিত কিশোর জীবনী।

লেখক পরিচিতি:
ইশতিয়াক আলম
ইশতিয়াক আলমের জন্ম ২ এপ্রিল ১৯৪৬, কুষ্টিয়ায়। পেশাগত জীবনের শুরু কলেজের অধ্যাপনা দিয়ে। মাঝখানে টিউশনি এবং ফুটপাতের দোকানদারি। এরপর বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি লাভ। দীর্ঘসময় চাকরি করার পর স্বেচ্ছাবসর নিয়ে শুরু করেন এডুকেশন কাউন্সিলিং। শিক্ষার্থীদেরকে দিয়েছেন সহায়তা।
গল্প, উপন্যাস, কল্পবিজ্ঞান, জীবনী, ভ্রমণকাহিনিসহ সব শাখাতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ। গ্রন্থসংখ্যা ষোলোর অধিক। মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘মায়ের কাছে ফেরা’র জন্য ১৯৯২ সালে অর্জন করেন অগ্রণী ব্যাংক শিশু-সাহিত্য পুরস্কার।