বইটির বিবরণ
ধনী বাবার আদুরে মেয়ে এমা। ছোটোবেলা থেকেই তার দেখাশোনা করেছেন মিস টেইলর। মি. ওয়েস্টন নামের এক সাবেক সেনা কর্মকর্তার সাথে মিস টেইলরের পরিচয় ও বিয়ের ব্যবস্থা করে দেয় এমা। টেইলরের বিয়ে হয়ে যাওয়ার পরে একা হয়ে যায় এমা। তার মনে হয় শহরের মেয়েদের বিয়ের কাজে সে ব্যাপক আনন্দ খুঁজে পাবে। এরপর সে তার বান্ধবী হ্যারিয়েটের বিয়ে কার সাথে দেওয়া যায় সেই নিয়ে ভাবতে শুরু করে। সবার জন্য পাত্র খুঁজে বেড়ানো এমা শেষ পর্যন্ত কি নিজের জন্য কোনো যোগ্য জীবনসঙ্গী খুঁজে পায়?