ইন্টারনেট লিংক-এ যা যা পাবে
যেভাবে ইন্টারনেট লিংক ব্যবহার করে ফাইল ডাউনলোড করবে
Step-1: panjeree.com/internetlink ক্লিক করো এবং নিচের নির্দেশনা অনুসরণ করো।
Step-2: এ ওয়েবসাইটে প্রথমবার প্রবেশ করার সময় তোমাকে ই-মেইল অ্যাড্রেস এবং সেলফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মনে রাখবে, একবার রেজিস্ট্রেশন করলে এই আইডি দিয়ে পাঞ্জেরীর সকল শ্রেণির ইন্টারনেট লিংকড PDF ফাইলগুলো ডাউনলোড করতে পারবে।
Step-3: রেজিস্ট্রেশন হয়ে গেলে তুমি শ্রেণি, ভার্সন এবং বইয়ে থাকা ইউনিক কোডটি টাইপ করার অপশন পাবে। সেগুলো পূরণ করে সরাসরি তোমার কাঙ্ক্ষিত ফাইলটি দেখতে পারে এবং চাইলে প্রিন্টও করতে পারবে।
Step-4: এবার তোমার কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হলে অনুশীলন শুরু করো।