Books
বই পরিচিতি:
ধনী বাবার একমাত্র ছেলে হার্ভে চেনি। লেখাপড়ার জন্য জাহাজে চড়ে ইউরােপ যাচ্ছে সে। একদিন সবার অজান্তে জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেল সে। নিয়তির ইচ্ছায় এক মাছশিকারি জাহাজে তার ঠাই হলাে। তারপর? বদলে যায় হার্ভের জীবনধারা। নামমাত্র বেতনে চাকরি নেয় সে এই জাহাজে। অমানুষিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে যেতে হার্ভে নিজের ভেতর সন্ধান পেতে শুরু করে অন্য এক মানুষের।
ধনী বাবার একমাত্র ছেলে হার্ভে চেনি। লেখাপড়ার জন্য জাহাজে চড়ে ইউরােপ যাচ্ছে সে। একদিন সবার অজান্তে জাহাজ থেকে সমুদ্রে পড়ে গেল সে। নিয়তির ইচ্ছায় এক মাছশিকারি জাহাজে তার ঠাই হলাে। তারপর? বদলে যায় হার্ভের জীবনধারা। নামমাত্র বেতনে চাকরি নেয় সে এই জাহাজে। অমানুষিক পরিশ্রমের মধ্য দিয়ে যেতে যেতে হার্ভে নিজের ভেতর সন্ধান পেতে শুরু করে অন্য এক মানুষের।