বইটির বিবরণ
একটা ঘরে অন্ধকারে বসে থাকেন বাবা। একা। কারাে সঙ্গে কথা বলেন না। অন্য ঘরে এক ধর্ষকামী পুরুষের যৌনদাসত্ব স্বীকার করে নেন মা। মাঝের ঘরে বেড়ে ওঠে এক কিশাের। উপন্যাসের নায়ক। বড়াে হয়ে সে নিজের যৌন পরিচয় নির্ণয় করতে একের পর এক নারীর সামনে দাঁড় করায় নিজেকে। একসঙ্গে স্বামী-স্ত্রী-সন্তান পরিচয়ে থাকলেও তাদের আলাদা একটা পরিচয় আছে। জগৎ আছে। তাদের সেই পরিচয় এবং অস্বাভাবিক আচরণের কারণ পাঠক জানবেন কিছু বিস্মৃত মানুষের বয়ানে।
মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, মানবিক অবক্ষয় ও ব্যক্তিগত হতাশার চালচিত্র নিয়ে এই উপন্যাস। বাংলাদেশের ডেসটোপিয়ান উপন্যাস 'তিমিরযাত্রা'। মােজাফ্ফর হােসেনের নির্মেদ গদ্য, প্রাঞ্জল ভাষা, জাদুবাস্তবতা-পরাবাস্তবতা, আকর্ষণীয় নির্মাণশৈলী— সব মিলিয়ে পাঠক একটি রহস্যমণ্ডিত কাহিনির ভেতর আবিষ্কার করবেন নিজেকে।