বইটির বিবরণ
মুচি থেকে ডাক্তার! তাও আবার নামকরা ডাক্তার! তার ওষুধ জাদুর মতাে কাজ করে। মুচির জীবন হঠাৎ করেই বদলে গেল! অনেক টাকাপয়সার মালিক হলাে গরিব মুচি। একদিন তার ডাক পড়ল রাজার দরবারে। রাজার মেয়ের আংটি হারিয়ে গেছে, খুঁজে দিতে হবে। কী হবে এবার?