বইটির বিবরণ
জাহাজে চেপে রবিনসন ক্রুসাে যাচ্ছিল আফ্রিকা অভিযানে। হঠাৎ ভীষণ ঝড় উঠল সমুদ্রে। ডুবাে পাহাড়ে ধাক্কা লেগে জাহাজটা ডুবে যেতে লাগল। প্রাণ বাঁচাতে সবাই নৌকায় উঠে পড়ল কিন্তু ঢেউয়ের আঘাতে নৌকাও গেল উল্টে। সঙ্গী সাথীরা কে যে কোথায় ভেসে গেল কে জানে! শুধু রবিনসন সাতার কাটতে কাটতে উঠে পড়ল একটা দ্বীপে। নির্জন দ্বীপ, কোথাও কেন্দ্র নেই! একা একা এমন একটা দ্বীপে রবিনসন থাকবে কীভাবে?
লেখকের পরিচিতি
ড্যানিয়েল ডিফো (জন্ম: লন্ডন, ইউনাইটেড কিংডম মৃত্যু: ২৪ এপ্রিল, ১৭৩১, লন্ডন, যুক্তরাজ্য) ছিলেন একজন ইংরেজ লেখক, ব্যবসায়ী, সাংবাদিক, প্যাম্ফলিটার এবং গুপ্তচর। তিনি ১৭১৯ সালে প্রকাশিত তার রবিনসন ক্রুসো উপন্যাসের জন্য সবচেয়ে বিখ্যাত, যেটি অনুবাদের সংখ্যায় বাইবেলের পরে দ্বিতীয় বলে দাবি করা হয়।
অনুবাদকের পরিচিতি
অনীশ দাস অপু জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে । লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা।