বইটির বিবরণ
জাহাজে চেপে রবিনসন ক্রুসাে যাচ্ছিল আফ্রিকা অভিযানে। হঠাৎ ভীষণ ঝড় উঠল সমুদ্রে। ডুবাে পাহাড়ে ধাক্কা লেগে জাহাজটা ডুবে যেতে লাগল। প্রাণ বাঁচাতে সবাই নৌকায় উঠে পড়ল কিন্তু ঢেউয়ের আঘাতে নৌকাও গেল উল্টে। সঙ্গী সাথীরা কে যে কোথায় ভেসে গেল কে জানে! শুধু রবিনসন সাতার কাটতে কাটতে উঠে পড়ল একটা দ্বীপে। নির্জন দ্বীপ, কোথাও কেন্দ্র নেই! একা একা এমন একটা দ্বীপে রবিনসন থাকবে কীভাবে?