বইটির বিবরণ
গল্পই বটে। কবি কাজী নজরুল ইসলামের বহুবর্ণিল জীবনের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা গল্প নিয়ে রচিত হয়েছে নজরুল জীবনের কিশোর গল্প। শৈশব-কৈশোরে কত রকম নাম ছিল তাঁর! দুখু, নূরু, ব্যাঙাচি... আরও কত কী! বড়ো হয়ে কবিতা লেখার সুবাদে হয়েছেন বিদ্রোহী কবি, সাম্যের কবি আর মানবতার কবি। সবকিছু ছাপিয়ে তিনি আমাদের জাতীয় কবি নজরুল। সেই নজরুলের জীবনের নানা অধ্যায় নিয়ে লেখা হয়েছে অন্যরকম কিশোর গল্প। লেখক জীবনী লেখার চেয়ে মনোযোগ দিয়েছেন জীবনের গল্প বলার দিকে। ছোটোদের জন্য লেখা মজার মজার কিশোর গল্প। সব গল্পের কেন্দ্রীয় চরিত্র একজনই- নজরুল। গল্পের পাতায় পাতায় ছড়িয়ে আছে ঘটনাবহুল শিশুবেলা, হইচই করা দুরন্ত কিশোরবেলা। আছে দুঃখজয়ের অভিযাত্রা, আছে প্রাণখোলা হাসির বাঁধভাঙা বন্যা। নজরুল জীবনের কিশোর গল্প বইটি পড়ে নজরুল সম্পর্কে কৌতূহল মিটবে ছোটোদের।