বইটির বিবরণ
সেলিনা হােসেনের তিনটি সাড়া জাগানাে উপন্যাস হাঙর নদী। গ্রেনেড়, যাপিত জীবন এবং পােকামাকড়ের ঘরবসতির একত্র সংকলন উপন্যাস এয়ী। এরই মধ্যে উপন্যাসগুলাে একাধিক ভাষায় অনূদিত হয়েছে; পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপায়িত হয়েছে হাঙর নদী গ্রেনেড এবং পােকামাকড়ের ঘরবসতি।। শিল্পসমালােচকদের মতে, এই তিনটি উপন্যাসই কালজয়ী যা লেখককে বাচিয়ে রাখবে অনন্তকাল ধরে।