বইটির বিবরণ
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার সংগৃহীত ঠাকুরমার ঝুলি' বইটির প্রকাশনার ঠিক একশ বছর পর প্রকাশিত হলাে এই পাঞ্জেরী সংস্করণটি। সহজ সরল গ্রামীণ অনুষঙ্গময় ভাষায় চিরায়ত বাংলা রূপকথার সেরা গল্পগুলাে পাঠকদের হাতে নতুন আঙ্গিকে তুলে দিতে পেরে আমরা গর্বিত। দুই বাংলায় এটিই প্রথম ঠাকুরমার ঝুলি'র চাররঙ্গা সংস্করণ। আধুনিক চিত্রকরের হাতের এই অলঙ্করণগুলো মূল গ্রন্থের দৃশ্যরস কমায়নি বরং বাড়িয়েছে। ছােট-বড় সবারই বইটি ভাল লাগবে।